হলদিয়া শিল্প শহরে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষজন পুনর্বাসন এবং চাকরির দাবিতে ডেপুটেশন দিল শনিবার। শিল্প শহরে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষজন একটি মিছিল সংগঠিত করে শহর পরিক্রমার পর হলদিয়া বন্দর কার্যালয় জহর টাওয়ারে এসে থামে।
সেখানে একাধিক দাবির ভিত্তিতে একটি পথসভা হয়। ভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন দেন প্রতিনিধিবৃন্দ। ডেপুটেশনে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চাকরির দাবি করা হয়।

Post Views: 19