পূর্ব মেদিনীপুর জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত গুলি দখলে মরিয়া রাজ্যের শাসক দল। তাই প্রতিদিন বিরোধী দল থেকে জয়ী প্রার্থীদের তৃনমূলে যোগদান অব্যাহত।
রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও সুতাহাটা ব্লক থেকে বামফ্রন্টের জয়ী প্রার্থী জাহিদুল মন্ডল এবং সেক ফারহান আলি তাঁরা বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন। সেই একই চিত্র আবারো আজ দেখা গেল সোমবার, বামফ্রন্ট নয় কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ২২৯ নং বুথে হাসনা বানু খাতুন ও ২৩১ নং বুথে সাবিনা বিবি জাতীয় কংগ্রেসের জয়ী প্রার্থী তাঁরা আজ তমলুকে তমলুক সংগঠনিক জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্রের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূলে যোগদান করলেন।এরফলে ভোগপুর গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি শিটের মধ্যে তৃণমূলের সংখ্যা ছিলো ১০ ও আজ ২ কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগদানের ফলে দাঁড়ালো ১২ টি আসন।
এই পঞ্চায়েতে বিজেপি পেয়েছিলো ১০ টি আসন।এছাড়া আই এস এফ ২ টি ও নির্দল ১ টি আসন।শেষমেষ বাকি প্রার্থীরাও কি সমর্থন শেষে তৃণমূল কে করবে তা সময় বলবে।

