পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার শতাব্দী প্রাচীন বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনে প্রথম প্রাক্তনী পূণর্মিলনী অনুষ্ঠিত হয় শনিবার। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ডঃ দীপক কর। বহু কৃতী ছাত্র ছাত্রী যারা স্বদেশে ও বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের বেশির ভাগ জন উপস্থিত ছিলেন।যারা আস্তে পারেন নি তারা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল প্রাক্তনীদের ফুল ও চন্দন এর টিপ দিয়ে বরন করে নেওয়া হয়। তারপর বিদ্যালয়ের প্রাক্তন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বরন করে নেওয়া হয়। বক্তব্য, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন এর মাধ্যমে প্রাক্তনী সম্মেলন মুখরিত হয়ে ওঠে। সকল প্রাক্তনী ও বর্তমান ছাত্র ছাত্রীদের এই মেল বন্ধন যেন এক মিলন মেলার রুপ নেয়। সংগঠনের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তনী তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ কৌশিক রায়।





