Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

অমরনাথের বেড়াতে গিয়ে মৃত্যু কলেজ ছাত্রীর

প্রদীপ কুমার সিং:- অমরনাথের বেড়াতে গিয়ে আর বাড়ি ফেলা হলো না বাড়ির উপরে এক মাস্টার্সের ছাত্রী। ছাত্রীর নাম বর্ষা মুহুরী(২৪)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চক্রবর্তী পাড়ায়।স্থানীয় সূত্রের খবর পয়লা জুলাই বর্ষা মা নিবেদিতা মুহুরী ও মামা সুব্রত চৌধুরী সঙ্গে অমরনাথের উদ্দেশ্যে বেড়াতে যায় সেখানে শুক্রবার অমরনাথের মন্দিরে হেঁটে উঠতে গিয়ে বর্ষার মা নিবেদিতা দেবীর পায়ে লাগে মাকে ধরতে গিয়ে প্রবল বৃষ্টিতে বর্ষা পাহাড় থেকে পড়ে যায় এবং জলে তলিয়ে যায়। এই খবর পাওয়ার পর চক্রবর্তী পাড়ার শোকের ছায়া নেমে আসে যদিও বারুইপুর থানার পুলিশ তাদের বাড়িতে আসে এবং কথাবার্তা বলেন। যদিও বর্ষা মুহুরীর দেহ এখনো তার বাড়িতে আসেনি।

Related News

Also Read