পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দুরমুঠ রাজ রাজেশ্বর জিউ হরিসভার আয়োজনে কার্তিক মাস জুড়ে চলা প্রভাত ফেরি ও নাম কীর্তনের সমাপ্তি দিবস ছিল শনিবার। প্রায় দেড় মাস ধরে চলা এই ধর্মীয় অনুষ্ঠানে আজ বিশেষভাবে পাত পেড়ে প্রায় ছয় হাজার মানুষকে অন্ন প্রসাদ খাওয়ানো হয়।

শুধু দুরমুঠ নয়, আশেপাশের চার-পাঁচটি গ্রাম থেকেও বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হন।এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী রামানাথানন্দজর মহারাজ, পুরীর অঙ্খা নাথ আশ্রমের মহারাজ, ও কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের সম্পাদক তপন কুমার দাস । সারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী কর, উপপ্রধান সমীর পান্ডব, সদস্য দীপ্তি দাস, সাধন পাহাড়ী, কমল মাইতি, সৌরভ কর
এবং বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মামুদ হোসেন, সম্পাদক বিশ্বজিৎ দাস, সভাপতি বিজিত দাস, কোষাধ্যক্ষ গৌতম দাস, সীতারাম পাহাড়ি ও অসীম মিশ্র।

এই দিনে প্রায় ২০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয়, যা উপস্থিত সকলের মনে এক বিশেষ ছাপ ফেলে। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে ধর্মীয় ভক্তি ও সামাজিক দায়িত্ববোধে পরিপূর্ণ ছিল।





