Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত ২ আহত ৩

প্রদীপ কুমার সিংহ :-  মঙ্গলবার ভোররাতে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পদ্মপুকুর বাইপাস ধারে খাস মল্লিক এর কাছে একটি টোটো ও গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তি মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম টিংকু মিদ্যা (৩৫)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত রামনগর এলাকায়। টিঙ্কু পেশায় একটি গাড়ি র পার্টস বিক্রেতা। এবং সে বিবাহিত। পরিবার ও বারুইপুর থানার পুলিশ সূত্রে খবর সোমবার গভীর রাতে টিংকু একটি টটো করে বারুইপুরের দিক থেকে বাইপাস দিয়ে গোবিন্দপুরে দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি চার চাকার গাড়ি এসে সেই টোটকে ধাক্কা মারলে টোটো টি উল্টে যায় টোটোর ভেতর বসে থাকা টিংকুকে সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। চার চাকা গাড়ি ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়।এলাকার মানুষ তাকে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক চিকিৎসা করার প্রায় দু’ঘণ্টা পর তার মৃত্যু হয়। বারুইপুর থানার খবর গেলে টিঙ্কুর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বুধবার। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

পাশাপাশি নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর ঢালাই ব্রিজের কাছে মঙ্গলবার বিকালে একটি অটো উল্টে যায়। তাতে এক মহিলা ও ১ শিশু সহ পাঁচজন যাত্রী ছিলেন। ওই মহিলাকে বাইপাসের ধারে একটি বেসরকারি ( রেমেডি) হাসপাতালে ভর্তি করা হয়। নরেন্দ্রপুর থানার খবর আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। মহিলার নাম নমিতা ভট্টাচার্য (৩২)। বাড়ি গড়িয়া এলাকায়। অন্যান্যদের বেসরকারি (পিয়ারলেস) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়।  বুধবার সকালে ওই মহিলা ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ ওই মহিলা মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।

Related News