Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

এস ইউ সি আই-র প্রতিষ্ঠা দিবস উদযাপন 

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় মেচেদা ক্ষুদিরাম ভবনে সংগঠনের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান,দলীয় পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পার্টির রক্তপতাকা উত্তোলন করেন দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি।

শহীদ বেদীতে মাল্যদান করেন,দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য সুব্রত দাস,শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া প্রমুখ। ওই উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় দিলীপবাবু তার ভাষণে দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের কঠিন ও কঠোর সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মাটিতে যথার্থ কমিউনিস্ট পার্টি হিসাবে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল গঠনের ইতিহাস তুলে ধরে ভারতের পুঁজিবাদী শোষণ ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গঠনের জন্য বিপ্লবাত্মক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দলের জেলা মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,মেচেদা ছাড়াও কাঁথি,পাঁশকুড়া,এগরা,হলদিয়া, তমলুক,ভোগপুর,রামতারক,নোনাকুড়ি প্রভৃতি স্থানের দলীয় অফিসগুলি সুসজ্জিত করে সাজিয়ে দলের কর্মী সমর্থকরা উপরোক্ত কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করে।

Related News

Also Read