পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের এক শিক্ষকের উপরে হামলা চালানোর অভিযোগ উঠলো সেই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে।এর প্রতিবাদে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে সোমবার ডেপুটেশান দিলো।সেই সাথে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ডেপুটেশানকারীরা।
গত শনিবার দেশপ্রাণ ব্লক অফিসে বিদ্যালয়ের মিড ডে মিল সংক্রান্ত কাজে গিয়েছিলেন ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের প্যারাটিচার অরূপ মাইতি(পল্টু) স্কুলের মিড-ডে মিল সংক্রান্ত সরকারি কাজে গিয়েছিলে। অভিযোগ সেখানেই সরদা অঞ্চলের উত্তর ফুলেশ্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা অনুরাধা মাইতির স্বামী তরুণ সখা মাইতি,সেক পিন্টু প্রমুখের নেতৃত্বে আক্রমণ
চালানো হয়।আবার রাত্রে তরুণ সখা মাইতি সহ অন্যান্যরস নিগৃহীত হন বলে সুত্রের দাবি।
স্থানীয়দের থেকে আরো জানা গেছে শনিবার রাত্রে এই হামলা পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ১০-১৫ টি বাড়ী ,মোটরসাইকেল, অটো- টোটো ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। লুটপাটও হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়রা আরো জানিয়েছেন উভয় পক্ষের ১০ জনেরও বেশি আহত হয়েছে। উল্লেখ্য অরূপ কুমার মাইতি তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি ও তরুণসখা মাইতি সরদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তিনি আবার ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি।
অপরদিকে বিদ্যালয়ের শিক্ষকের উপরে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সামন্তের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সেই কর্মসূচীতে নেতৃত্ব দেন সেক মফিজুল আলি,সেক রাজু,সেক অমিত,রাজেশ মাইতি প্রমুখ।
