Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

পাঁচ থেকে ছটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরে।

ইংরেজি নববর্ষে এক রাতেই পাঁচ থেকে ছটি মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এক ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার গভীর রাতে কামারদা ও দেউলপোতা সংলগ্ন এলাকায় মন্দির গুলির তালা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা। ঘটনার খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে।অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গৃহস্থের বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে বাইরে থাকা পারিবারিক মন্দির এর তালা ভেঙ্গে লুট করেছে জিনিসপত্র।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মন্দির গুলি ছিল ব্যক্তিগত। দেবী মূর্তিতে সোনার ও রুপার গহনা ছিল। এগুলি সহ বাসনপত্র ও দামি আসবাবপত্র নিয়ে পালায় বলে অভিযোগ।

Related News

Also Read