পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনিতে উদ্ধার হল জীবন্ত ডলফিন।এই খবর জানার পরেই সৈকতে ভীড় জমান পর্যটকেরা।
জানা গেছে বৃহস্পতিবার সকালে মান্দারমনিতে সৈকত থেকে সামান্য দুরে এই ডলফিনটিকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎস্যজীবিরা।স্থানীয় সুত্রে জানা গেছে ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা।মৎস্যজীবি ও স্থানীয়দের ধারনা সমুদ্রে ট্রলার কিংবা জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মান্দারমনির দিকে ভেসে আসে।
আহত ডলফিনটিকে মৎস্যজীবিরা উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে।খবর দেওয়া হয় মান্দারমনি থানায়।পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে।
Post Views: 33