ইন্দ্রজিৎ আইচ :- এ ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট
প্রোডাকশন ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট নিবেদিত
” চিরসখা হে ” মুক্তি পেতে চলেছে আগামী ১০ মার্চ
শুক্রবার।

সম্প্রতি দক্ষিণ কলকাতার ডাউনটাউন হোটেলে
এক সাংবাদিক সন্মেলনে ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেলো। ছবির গল্প বা কাহিনী লিখেছেন অর্ঘ্যদ্বীপ চট্টোপাধ্যায়।
এক প্রশ্নের উত্তরে এই ছবির পরিচালক অর্ঘ্যদ্বীপ চট্টোপাধ্যায় জানালেন এই ছবির শুটিং হয়েছে উত্তর বঙ্গের মিরিখে। টানা ১০ দিন শুটিং হয়েছিলো।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভিক রায় ও সুজয়নিল বন্ধপাধ্যায়। চিত্রগ্রহণ
করেছেন শুভদীপ নস্কর।
সম্পাদনা অনির্বাণ মাইতি। সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য রিত।
এই ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, ইশান,
বরুণ চন্দ্র, মিঠু চক্রবর্তী ও আরো অনেকে। ” চিরসখা হে “এক কথায় অন্য ধরনের ছবি সেটা ছবির ট্রেলার দেখে বোঝা যায়। মুক্তি পাবে ১০ মার্চ। সাংবাদিক সন্মেলনে এই ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন।






