ইংরেজী নববর্ষ ২০২৬কে বরন করে নিতে দিঘা- শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং দিঘা উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) এবার যৌথ উদ্যোগে অভিনব পন্থায় বর্ষবরনের আয়োজন করেছে ।বিদেশের মত দিঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। বর্ষবরণকে সামনে রেখে চোখ ধাঁধানো আলোর রোশনাইতে নতুন দিঘা, পুরানো দিঘা ও শঙ্করপুর সেজে উঠবে।সমুদ্রে ঘুরবে প্রমোদতরী।

দিঘায় এ বার উৎসবের আমেজ শুরু হয়ে যাচ্ছে বড়দিন থেকেই। ২৫ ডিসেম্বর থেকেই গোটা দিঘা শহর সেজে উঠবে আলোর রোশনাইয়ে, ঠিক যেমনটা দেখা যায় কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায়।এই তথ্য দিয়েছেন হোটেল ব্যবসায়ী সংগঠনের যুগ্ম সম্পাদক শীর্ষেন্দুবিকাশ কুন্ডু ।তিনি বলেন এক দিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন, অন্য দিকে ডিএসডিএ-এর সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা, পুরানো দিঘা ও নতুন দিঘার বিস্তীর্ণ সমুদ্রসৈকত ঝলমলে আলোয় সাজবে।
এবার প্রথম বিদেশের মত দিঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। জানা গিয়েছে, দুটি জলযান নতুন ও পুরনো দিঘার সমুদ্রে থাকবে। সেই জলযানেই থাকবে আতশবাজির বিশেষ প্রদর্শনের সুবিধা। সম্পূর্ণ দূষণহীন গ্রিন বাজী ব্যবহার করা হবে।
৩০ ডিসেম্বর ওল্ড দিঘায় ‘দিঘালী’র সামনে সৈকতে এই উৎসবের সূচনা হবে।পর্যটকদের মনোরঞ্জনের জন্য এ বারই প্রথম দু’টি সুসজ্জিত ‘ক্রুজ’ সমুদ্রে ঘুরে বেড়াবে। তা থেকে আকাশে ছাড়া হবে বাজি। ৩১ ডিসেম্বরের রাত ১১.৫৫ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত চলবে বাজি প্রদর্শনী।





