Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর ১২৪তম জন্মজয়ন্তী

পূর্ব মেদিনীপুর জেলা খেজুরীর পূর্বচড়াতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর ১২৪তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠান হল।

শনিবার সকালে গান্ধী সুভাষ লোহিয়া জয়প্রকাশ চর্চা ও অনুশীলন মঞ্চের আয়োজনে – খেজুরীর পূর্বচড়া নেতাজী পাঠচক্রের স্বামীজী ভবনের সভাকক্ষে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর ১২৪তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠান হয়৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক ইতিহাসকার ও সাহিত্যিক মন্মথনাথ দাস৷ জাতীয় পতাকা উত্তোলন, নেতাজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক সমিত করণ ও তবলায় সঙ্গত করেন সৌমেন কর৷

আলোচক হিসাবে ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মৎস্য মন্ত্রী কিরন্ময় নন্দ, কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, অধ্যাপক হৃষীকেশ পড়্যা, প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন পাত্র, সুব্রত পাইক, পার্থসারথী দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

আলোচকগণ সর্বোদয় নেতা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর স্বাধীনতা আন্দোলন, তাঁর কারাবরণ, সত্যাগ্রহী আন্দোলন, ছাত্র আন্দোলন, চম্বলের ডাকাতদের অস্ত্র সমর্পণে উদ্বুদ্ধ করা এবং স্বাধীনতা লাভের পর সোশ্যালিস্ট আন্দোলন, আদর্শ সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও তাঁর আত্মত্যাগ বিষয়ক আলোচনা করেন৷ উপস্থিত ছিলেন প্রধান রবীন্দ্র গবেষক ড. প্রবাল কান্তি হাজরা, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক পার্থসারথি দাশ প্রমুখ

Related News

Also Read