গতকাল শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাভাঙ্গা হাইস্কুলে চুরির ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে ছুটে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না। তিনি খুব সকালে কাঁথি থানায় গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানান।
কাঁথি থানার পুলিশ সকালে স্কুলে যান এবং সব কিছু খতিয়ে দেখেন। চুরির এই ঘটনার খবর পেয়ে এলাকার শুভানুধ্যায়ী ব্যাক্তি গণ, অভিভাবক বৃন্দ, প্রাক্তন ছাত্র ছাত্রী, বর্তমান ছাত্র ছাত্রী সহ অনেকেই উপস্থিত হয়েছিলেন। সকলের দাবী জানিয়েছেন দুষ্কৃতকারী কে গ্রেফতার এবং শাস্তির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না বলেন, চুরির এই ঘটনায় তিনি খুবই মর্মাহত এবং ব্যথিত। তিনি আরও বলেন প্রধান শিক্ষকের অফিস ও স্কুলের অফিসের তালা ভেঙ্গে সি সি টি ভি, সিসি ক্যামেরার হার্ডডিস্ক, সাউন্ড সিস্টেম, নতুন কয়েকটা সিলিং ফ্যান, পূজার কাঁসার বাসনপত্র এবং ৮ টা আলমারি ভেঙ্গে স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি , জায়গার দলিল, ফিজিক্স ল্যাবরেটরির তালা ভেঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা।
তিনি পুলিশ প্রশাসনকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। চুরির এই ঘটনায় স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়েছে।