পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অন্তর্গত রূপনারায়ণ নদীর বাঁধ বাড়অমৃতবেড়িয়া এলাকায় ফাটল ধরেছে। বাঁধের ফাটল এলাকা এবং অমৃতবাড়িয়া লকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বৃহস্পতিবার এই এলাকাগুলোকে পরিদর্শন করা হয়েছে এবং সেচ দপ্তরকে নজরদারীর জন্য বলা হয়েছে। এই ফাটল যাতে আর বেশি না বাড়ে তার জন্য ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে সেচ দপ্তরকে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে নজর রাখা হয়েছে মায়াচর ভাঙ্গাগড়া প্রভৃতি এলাকার উপর। হলদি নদীর বাঁধের দিকে ও নজর রাখা হয়েছে তবে অমৃতবেড়িয়া ছড়া অন্য কোথাও বাঁধের তেমন কোন সমস্যা নেই।
Post Views: 18