Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। জননী শ্রীসারদাদেবী ।।

দেহত্যাগের মাত্র পাঁচদিন বাকি। ভক্ত অন্নপূর্ণার মা দেখতে এসেছেন। কিন্তু ভিতরে যাওয়া বারণ, তাই মায়ের ঘরের দুয়ারে দাঁড়িয়ে শ্রীমাকে দর্শন করছেন।

মা ইশারা করে নিজের কাছে ডাকলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, “মা, আমাদের কি হবে ?”


করুণা-বিগলিত কন্ঠে ক্ষীণ স্বরে একটু থেমে থেমে শ্রীমা বললেন, “ভয় কি ? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি ?”

একটু পরে ধীরে ধীরে পুনরায় বললেন, “তবে একটা কথা বলি, যদি শান্তি চাও, মা, অপরের দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখ। কেউ পর নয় মা, জগৎ তোমার।”


যাদের দুঃখে কাতর হয়ে ঁঅভয়া দেহধারণ করে অশেষ দুঃখ ভোগ করলেন, সেই আর্তদের প্রতি এই তাঁর শেষ আশীর্বাদ। সমগ্র বিশ্ববাসীর প্রতি এই শ্রীমায়ের শেষ বাণী।

“জননী শ্রীসারদাদেবী” (পৃষ্ঠা -১৯৫)

Related News

Also Read