আক্রান্ত মানুষ আর তৃণমূল বিজেপির লাল চোখ কে ভয় পায় না। ২০০৯ সাল থেকে খেজুরির উপর সন্ত্রাসের ক্ষত চিহ্ন এখনো দগদগে হয়ে থাকলেও মানুষ দাঁতে দাঁত চেপে স্বৈরাচারী- খুনিদের বিরুদ্ধে জেহাদ ঘোষনার বার্তা ছড়িয়ে দিচ্ছে খেজুরির বিভিন্ন প্রান্তে বলে দাবি বাম কংগ্রেস প্রার্থীর।কাঁথি লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্য বলেন তৃনমূলের ১৫ বছরের সাংসদ দল বদল করে এখন ছেলে কে বিজেপিতে দাঁড় করিয়ে ফোনে ফোনে আবেদন করছেন। প্রশ্ন উঠেছে তার সময়ে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যে কাজগুলো হলো না, তার দায় ভার কে নেবে। ছেলেকে দিয়ে নতুন করে প্রতিশ্রুতি কায়দাবাজি মানুষ কিন্তু ধরে ফেলছেন। তাই এবারের ভোটে আর তৃণমূল নয়, বিজেপি ও নয়। নিচে চোর,উপরে ডাকাতদের আর নয়।
তিনি বলেন খেজুরি সহ জেলার মানুষ যে ভূল করেছেন সে ভুল আর নয় ,এমন কথা অন্যান্য এলাকার মতো উঠে আসলো বাঁশগোড়া বাজারের সাধারণ মানুষের মুখ থেকে। তাই দিকে দিকে সন্ত্রাস কাটিয়ে উঠে খেজুরী জুড়ে চলছে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্যের প্রচার কর্মসূচি।
উপস্থিত ছিলেন– সি,পি,আই(এম)রাজ্য নেতা, প্রাক্তন যুব নেতা ও মুর্শিদাবাদ জেলা পার্টির সম্পাদক জামীর মোল্লা।
প্রার্থী ঊর্বশী ব্যানার্জি, শিউ মাইতি, সমীরেন্দ্র নাথ কলা, প্রতিমা মন্ডল,রত্নেশ্বর দোলুই, বিদ্যুৎ করন,মনোরঞ্জন জানা, বিশ্বজিৎ পানিগ্রাহী সহ বাম ও কংগ্রেসের নেতৃত্ব গন।
আজ সকালে বাঁশগোড়া শ্মশান মোড় থেকে মিয়া মোড় পর্যন্ত বিশাল প্রচার মিছিলের সামনে প্রার্থী ঊর্বশী ব্যানার্জি ভট্টাচার্য সৌজন্য বিনিময় পথ চলতি আপ্লুত মানুষজন ও হাটে বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে হাত মেলান। মানুষের চোখে মুখে পরিবর্তনের লক্ষণ অনুভব করে তৃণমূল বিজেপির কাঁপুনি ধরা
