Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

দূর্গাপুর তারা মায়ের মন্দিরে বামাক্ষ্যাপার মুর্তি প্রতিষ্ঠা 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুট পঞ্চায়েতের দূর্গাপুরে প্রতিষ্ঠা হল তারাপীঠের মহান সাধক বামাক্ষ্যাপার মুর্তি প্রতিষ্ঠা হল।

নয়াপুটের দূর্গাপুর বাজারে প্রায় ৩৬ বছর ধরে মন্দিরে একসাথে পূজা হয়ে আসছে গ্রহরাজ শনিদেব ও তারা মা।মন্দিরে কমিটি এবার সেই মন্দিরে তারাপীঠের ভৈরব সাধক বামাক্ষ্যাপার মুর্তি প্রতিষ্ঠা করলো।

শনিবার বনার্ঢ্য শোভাযাত্রা সহকারে ঘটোত্তলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর সারা রাত্রি ধরে পুজার্চ্চনা ও যজ্ঞানুষ্ঠান চলে।দূর্গাপুর তারা মা ও শনিবাবা পূজা কমিটির সম্পাদক সুস্মিত মিশ্র জানিয়েছেন তারাপীঠ ভৈরব মহান তন্ত্র সাধক বামাক্ষ্যাপা বাবার মুর্তি মন্দিরে প্রতিষ্ঠা করতে এসেছিলেন তাঁরই পৌ নাতি তথা বামদেব সেবা সংঘের সংঘাধিপতি সিদ্ধার্থ শেখর রায় বন্দ্যোপাধ্যায়।সুস্মিত বাবু জানিয়েছেন সিদ্ধার্থ বাবুর সাথে তারাপীঠ থেকে আরো দুইজন ব্রাম্ভন এসেছিলেন।তাঁরাই বামদেবের মুর্তি প্রতিষ্ঠা সহ সারা রাত্রি ধরে পুজার্চ্চনা ও যজ্ঞানুষ্ঠান করেন।এই অনুষ্ঠানে কলকাতা থেকে বামদেব সেবা সংঘের সাধারন সম্পাদক তন্ময় নাথ সহ অন্যান্যরাও এসেছিলেন।প্রসঙ্গত অখন্ড কাঁথি মহকুমায় প্রথম দূর্গাপুরে সাধক বামাক্ষ্যাপার মুর্তি প্রতিষ্ঠা হল।

এই অনুষ্ঠানকে ঘরে পুরো এলাকায় জুড়ে ব্যাপক উদ্দীপনা ছিলো।নয়াপুট পঞ্চায়েতের বিভিন্ন এলাকার পাশাপাশি কাঁথি শহর থেকেও প্রচুর ভক্ত এদিন দূর্গাপুরে তারা মা ও শনিবার মন্দিরে ভীড় করেছিলেন।

Related News

Also Read