প্রদীপ কুমার মাইতি :- পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা এলাকার লোকালয়ে সোমবার সাত সকালর বেরিয়ে পড়ল পূর্ণবয়স্ক দাতাল হাতি! যাকে জঙ্গলমহলের মানুষ নাম দিয়েছে রামলাল, এই রামলাল শান্ত প্রকৃতির হলে বনদপ্তরের তরফ থেকে সতর্ক করা হয় যাতে উতক্ত না করা হয় হাতিটিকে।
এই দিন গোয়ালতোড় পিড়াকাটা রাজ্য সড়কের পাকা রাস্তা ধরে হাঁটতে দেখা গেল রামলালকে। তবে শুধু এদিন রাস্তা হাটা নয় রীতিমতো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খাবারের খোঁজ চালালো পূর্ণবয়স্ক দাঁতাল হাতি অর্থাৎ রামলাল।
সকাল থেকে হাতিটি বিভিন্ন এলাকা দিয়ে বেড়ায়। দীর্ঘক্ষণ এলাকায় দাতাল হাতির তাণ্ডব হলেও কোন ভাবে দেখা মিলল না বনদপ্তরের।

Post Views: 85





