Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। পটাশপুরে জঙ্গলকন্যা নজর কাড়ছে দর্শনার্থীদের ।।

প্রদীপ কুমার মাইতি:-পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব এবার ১১তম বর্ষে পদার্পণ করেছে।

মহাপঞ্চমীর পূণ্যলগ্নে টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের দুর্গা পুজো মন্ডপের উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।

আয়োজক সংস্থার সম্পাদক মানস রায় জানিয়েছেন, এবার টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের থিম হল ‘জঙ্গলকন্যা’। পুরোপুরিভাবে সাবেকিয়ানায় মা দূর্গার প্রতিমা। যা এবার দর্শনার্থীদের নজর কাড়বে। পুজো মন্ডপের চারদিকে সরকারি জনহিতকর কর্মসূচির প্রচার। সেইসঙ্গে রয়েছে সামাজিক সচেতনতার বার্তা। এছাড়াও রয়েছে জনসচেতনতা মূলক প্রচার, অগ্নি নির্বাপক কেন্দ্র, সিসিটিভি ও পুলিশি সহায়তা কেন্দ্র।



এদিন প্রতাপদিঘী বাজার এলাকায় একটি বর্ণার্ঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে। মহাপঞ্চমীতেই টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে প্রচুর দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, পটাশপুরের ওসি রাজু কুন্ডু, পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র, ক্লাবের সভাপতি সত্যেশ্বর নন্দী প্রমুখ।

Related News

Also Read