শনিবার বিজেপির বিজয়া সম্মেলনী তার আগে উত্তপ্ত হয়ে উঠলো নন্দীগ্রাম। অভিযোগ বিজয়া সম্মেলনীর আগে বিজেপি সন্ত্রাস এর পরিবেশ তৈরীর চক্রান্ত করেছে বিজেপি। তার প্রতিবাদে এদিন সকালে তৃনমূলের পথ অবরোধ মহেশপুরে।বিজেপি অবশ্য একে নোংরা রাজনীতি বলে দাবি করেছে।সেই সাথে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে।
রাজ্যের শাসক দল তৃনমূলের নেতা স্বদেশ রঞ্জন দাস আভিযোগ করে বলেন আজ ওই মহেশপুর বাজারে বিকেলে বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থানার কথা আছে রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাই গত কয়েক দিন ধরে এলাকার তৃনমূল কর্মীদের উপরে হামলা চালিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে বিজেপি। বলেন বিকাশ ভুঞ্যা,তপন কর,মানস দাস প্রমুখ তৃনমূল কর্মীকে একা পেয়ে মারধর করেছে বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা।সবকটি অভিযোগ দায়ের হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি।এর মধ্যে শুক্রবার সারা রাত ধরে এলাকায় আগে থেকে তৃনমূলের যে পতাকা ব্যানার ফেস্টুন টাঙানো ছিলো বিজেপির সমর্থকরা ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এক তৃনমূল কর্মী প্রতিবাদ করতে গেলে তাকে মারধোর করা হয়েছে।তাই এর প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেছেন তাঁরা।
বিজেপি এই আভিযোগ অস্বীকার করেছে।বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি বলেন তৃনমূল মিথ্যা অভিযোগ তুলে তাঁদের অনুষ্ঠান বানচাল করার চেষ্টা চালাছে।শাসক দলের এটা নোংরা রাজনীতি বলেও দাবি তাঁর।
এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করেছে পুলিশ