Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

উত্তম বারিকের সমর্থনে রামনগরের বাধিয়া অঞ্চলে জনসভা

তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরের বাধিয়া অঞ্চলে   জনসভা হয় মঙ্গলবার।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে এখানে সভা করেছিলেন।তার পাল্টা দিলেন উত্তম বারিক।

এই সভায় ৮ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন প্রার্থী নিজেই। যোগদান কারীগন জানিয়েছেন তৃণমূলের উন্নয়নের সাথে যুক্ত হওয়ার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে  যোগদান করলেন।

স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন এতে দলের কোন ক্ষতি হবে না। কারণ যারা তৃণমূলে যোগদান করলেন তারা বিজেপির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বাড়িয়েছিল। তাই দলের কোন ক্ষতি হবে না।

উত্তম বারিক মানুষের উপস্থিতি দেখিয়ে বলেন কাঁথি লোকসভায় তৃনমূলের জয় শুধু অপেক্ষা মাত্র। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বারিক,খালেক কাজী, তৃনমূল নেত্রী রাজন্যা হালদার ,সিরিয়াল অভিনেত্রী ‌‌ঋতিকা  বন্দ্যোপাধ্যায়, রামনগর বিধানসভা কনভেনার নিতাই চরণ সার ,রামনগর ১ পঞ্চায়েত সমিতি সদস্য দীপক সার , জেলা পরিষদ সদস্য ক্যালাণ জানা  ও অন্যান্য নেতৃত্ব।o

Related News