Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

এসইউসিআই  প্রার্থীর রবিবাসরীয় পদযাত্রা ও প্রচার সভা।

আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই  দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ বিকালে শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই বাজারে পদযাত্রা ও রবিবাসরীয় প্রচারসভা সংগঠিত হয়। পদযাত্রায় দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক সহ উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অরুন জানা,বুড়ারী লোকাল কমিটির সম্পাদক কার্তিক বেরা সহ দলের কর্মী- সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র নায়ক,কার্তিক বেরা,অশোক দাস মালাকার প্রমুখ। জেলার বিভিন্ন দাবির পাশাপাশি পান ও ফুলকে অর্থকরী কৃষিপন্য হিসাবে স্বীকৃতি,  মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়ন,এলাকার জলনিকাশী সমস্যার সমাধান সহ মহকুমার একাধিক দাবি নিয়ে প্রার্থী সোচ্চার হন। নারায়নবাবু বলেন, লোকসভা এলাকার সার্বিক উন্নয়ন সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দল আন্দোলন করছে। সেই আন্দোলনকে শক্তিশালী করতেই জনসাধারণকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আবেদন করেছি।

Related News

Also Read