Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

শ্বশুরবাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-শ্বশুরসহ চারজন গ্রেপ্তার

শ্বশুরবাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ধারে নেমে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ভগবানপুর থানার পূর্ব রাধাপুর গ্রামের বাসিন্দা   স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিশ।  মৃতের নাম শেখ সাদ্দাম(২৯)। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল স্ত্রী সোনেরা বিবি, শ্বশুর জামিরুল মল্লিক, শাশুড়ি মর্জিনা বিবি ও শ্যালক মোহন মল্লিক।

রবিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে বিচারক তাদের  মধ্যে শ্বশুর সামিরুলকে তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, ওই পূর্ব রাধাপুরের বাসিন্দা  গত ২৭তারিখ শ্বশুরবাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে গিয়েছিলেন সাদ্দাম।  সেখানে গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ে সাদ্দাম। তাঁকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় মুগবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। যদিও এরপর সাদ্দামকে যথারীতি কবর দিয়ে দেওয়া হয়। তবে সাদ্দামের মৃত্যু নিয়ে প্রথম সাদ্দামের পরিবারের লোকেদের  মধ্যে সন্দেহ ছিল। এরপর গত শুক্রবার সাদ্দামের বাড়ির লোকজন থানায় অভিযোগ করে জানান, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে কাতানের কোপ মেরে খুন করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন জানান, সাদ্দামের মৃগীরোগ ছিল। মৃগীরোগে আক্রান্ত হয়ে ছটফট করার সময় টিনের দরজা মাথায় জোর লেগে যায়। তাই তিনি গুরুতর জখম হন। ওসি শাহেনশা হক বলেন, তদন্ত শুরু হয়েছে।

Related News