Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

নারীর মর্যাদা রক্ষার দাবিতে অঙ্গীকার যাত্রার কর্মসূচির সমর্থনে মুগবেড়িয়ায় প্রস্তুতি সভা 

নারী মর্যাদা রক্ষার দাবিতে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ র আহ্বানে আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর রাজ্যব্যাপী অনুষ্ঠিত হতে চলা ‘অঙ্গীকার যাত্রা’র কর্মসূচির সমর্থনে মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলে অঙ্গীকার যাত্রা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।

দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ক্রমবর্ধমান নারী নির্যাতন,ধর্ষণ , খুনের প্রতিবাদে নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষার দাবিতে মুগবেড়িয়ার বিশিষ্ট মানুষজন, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্কুল শিক্ষক, সাহিত্যিক ছাত্রছাত্রীসহ শতাধিক মানুষ এই প্রস্তুতি সভায় অংশ নেয় । কনভেনশনে সভাপতিত্ব করেন অজিত জানা ।

এই কনভেনশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ছাত্র যুব নাগরিক মঞ্চের অন্যতম আহ্বায়ক ও কাঁথি অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক কিংশুক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক তথা সাহিত্যিক মন্মথ দাস, প্রাক্তন শিক্ষিকা বেলা দত্ত মানিক, ভূপাল কুমার মাইতি।

সাহিত্যিক অজিত জানা কে সভাপতি, প্রধান শিক্ষিকা বনশ্রী দাস ও ও মৌসুমী ভট্টাচার্যকে যুগ্ম সম্পাদিকা করে হিসেবে মোট ২৫ জনের অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটি কমিটি গঠন হয়। নারীর সম্ভ্রম রক্ষার দাবিতে সকলেই লড়াই আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হয়।

Related News

Also Read