প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বুধবার রাতে বারুইপুর থানার অন্তর্গত শাসন স্টেশনের কাছ থেকে আট দুষ্কৃতিকে অস্ত্রসহ গ্রেফতার করে। বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করেন বারুইপুর থানায়।
সেখানে তিনি বলেন বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ শাসন স্টেশনের কাছে একটি অটো করে কিছু দুষ্কৃতী ঘোরাফেরা করছিল। তাদেরকে দেখে সন্দেহ হয় পুলিশ ।তাদের জিজ্ঞাসাবাদ করে ঠিকমতো উত্তর না দিতে পারায় তাদেরকে গ্রেফতার করে। পুলিশ আরো বলে, তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল সেখানে। তাদের কাছ থেকে কিছু ভোজালি, ছুরি, নেপালা সহ দুটোই লোহার রড এবং নটি মোবাইল এবং ২১ হাজার টাকা উদ্ধার করে। এই দুষ্কৃতীদের নাম অরূপ মন্ডল, চিরঞ্জিত হালদার, নতুন মণ্ডল ,আরাব আজী মল্ডল, রঞ্জিত সরদার, রহমত লস্কর আজাত মণ্ডল । এদের সবার বাড়ি ক্যানিং এ।
আর একজনের বাড়ি কুলতলি এলাকায়। বারুইপুর থানা ছাড়া বিভিন্ন থানায় এদের নামে মামলা আছে।
ধৃত দুষ্কৃতিদের বারুইপুর থানার পুলিশ বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য জানার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে
পুলিশ ।