দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢালিউড থেকে টালিউড, সব ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করছেন তিনি। নিজের ফ্যাশন, কাজ আর চিন্তাধারার মাধ্যমে ভক্তদের মন জয় করেছেন ফারিয়া। জনপ্রিয়তার কারণেই তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। কবে বিয়ে করছেন এই অভিনেত্রী? তা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। বাগদান সম্পন্ন হলেও বিয়ের প্রশ্নে সবসময়ই কৌশলে এড়িয়ে গেছেন তিনি। এবার জানা গেল সেই সম্পর্কও ভেঙে গেছে।
বন্ধুত্ব ও সাত বছরের প্রেমের পর ২০২০ সালের ১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ওই বছরের জুনে আংটিসহ ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বাগদানের খবর প্রকাশ্যে আনেন এই তিনি।
ওই সময় নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, পরিবারের সম্মতিতেই মার্চে বাগদান সম্পন্ন হয়েছে। আরও জানিয়েছিলেন, যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন, তার সঙ্গে বিগত সাত বছর ধরে সম্পর্ক।
পরে বিভিন্ন সময় বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া কৌশলে এড়িয়ে গিয়ে বলেছিলেন, সময় নিয়ে বিয়ে করবেন। তার হাতে একাধিক কাজ। ব্যস্ত আছেন কাজ নিয়ে। বিয়ের সময় পাচ্ছেন না।
বাগদানের আড়াই বছরের বেশি সময় পর এসে নুসরাত ফারিয়ার বিয়েটি ভেঙে যাওয়ার গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হলো। নুসরাত ফারিয়া নিজেই জানালেন, যার সঙ্গে বাদগান হয়েছে তার সঙ্গে বিয়ে হচ্ছে না। তার সেই বিয়ে ভেঙে গেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেন, “জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না। আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই।”
ফারিয়া আরও বলেন, “রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারাজীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত। হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না।”
বিয়ে প্রসঙ্গে নুসরাত ফারিয়া আরও বলেন, “হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।”