খেজুরীর হেঁড়িয়াতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো৷ সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন শিক্ষক কবি বৃন্দাবন দাস অধিকারী, রবীন্দ্রনাথ দাস অধিকারী, কৃষকরত্ন জলধর নায়ক, তনুশ্রী কর জানা, মিহিরবরণ পান্ডে, অনিল কুমার সাহু, উত্তম কুমার গুড়্যা, বিশ্বজিৎ ধান্দা, সুভাষচন্দ্র ঘোড়ই, বিশ্বনাথ মালিক, মহামায়া গোল, অশোক কুমার আদক, রামকৃষ্ণ ঘোড়ই, শুভেন্দু কামিলা, সমরেশ সুবোধ পড়িয়া ও ড.বিষ্ণুপদ জানা প্রমুখ বিশিষ্টগণ৷
সাহিত্য আড্ডায় রবীন্দ্র-নজরুল স্মরণে বক্তব্য, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি ও স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করেন৷ সংগীত পরিবেশন করেন বৃক্ষমিত্রা শিক্ষিকা কবি তনুশ্রী কর জানা ও আবৃত্তিকার মিহিরবরণ পান্ডে৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সমরেশ সুবোধ পড়িয়া৷
অনুষ্ঠানের সাফল্যে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন পত্রিকা পরিবারের কর্ণধার, কবি সম্পাদক ড. বিষ্ণুপদ জানা৷ সিদ্ধান্ত গৃহীত হয় দৈনিক শব্দের মেঠোপথের আয়োজনে হেঁড়িয়া সংস্কৃতি ভবনে প্রত্যেক ইংরেজী মাসের প্রথম শনিবার অনুষ্ঠিত হবে সাহিত্য আড্ডা৷