Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। খেজুরীতে কল্পতরু পত্রিকা প্রকাশ ও সাহিত্যবাসর ।।

তল্লা রামকৃষ্ণ সমাজসেবা সঙ্ঘের পরিচালনায় ত্রয়োদশতম শ্মশানকালী আরাধনা, কৃষি, পুষ্প, হস্তশিল্প ও রামকৃষ্ণ গ্রামীণ মেলার তৃতীয় দিনে কল্পতরু সাহিত্য পত্রিকা প্রকাশ ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ড. প্রবালকান্তি হাজরা। পত্রিকার মোড়ক উন্মোচন করেন কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মণ্ডল। খেজুরী, ভূপতিনগর, নন্দীগ্রাম, এগরা, কাঁথির বহু কবি সাহিত্যিকগণ এই সাহিত্যবাসরে অংশগ্রহণ করেন।


উপস্থিত ছিলেন প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, সাহিত্যিক পার্থসারথি দাশ, ড. বিষ্ণুপদ জানা, ড. গৌতম দন্ডপাট, অজিতকুমার জানা, জেলাপরিষদ সদস্য বিমান নায়ক, কবি সমরেশ সুবোধ পড়্যা, দেবাশীষ গীর গোস্বামী, কেশবচন্দ্র প্রধান, ধীরেন্দ্রনাথ প্রধান, ভূপাল কুমার মাইতি, বৃন্দাবন দাস অধিকারী, স্বদেশরজ্ঞন মাইতি, জলধর নায়ক, সুভাষচন্দ্র ঘোড়ই, চন্দন মাইতি, মধুমিতা গিরি, মিষ্টি মাইতি, প্রশান্তকুমার মাজী, দেবব্রত ভারতী, ও সুদীপ মাজী প্রমুখ।


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অজিতকুমার জানা ও সমরেশ সুবোধ পড়্যা৷ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংঘের সম্পাদক স্বপন দাস, অমিতকুমার রায় ও পার্থসখা গিরি।

Related News

Also Read