“দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই”। এমন ব্যক্তির সন্ধান চাই। বালিতে নাম না করে ‘শুভেন্দু’র উদ্দেশ্যে নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের আইটি সেলের।
তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। ব্যানারের লেখাটি ঠিক এরকম,
“নিরুদ্দেশ সংবাদ”।
রূপঃ দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়।
ঠিকানা: বাড়ি কাঁথিতে।
অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত “দুশো দুশো” চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালোবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকান। ক্যামেরার ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়।
বিশেষ চিহ্নঃ অভিষেক” শব্দটি শুনলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন । “বেগম বেগম” করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলে বিরোধীতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন।
-তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি সেল।”
বালি থানা এলাকা এবং সংলগ্ন নিমতলা চত্বরে কার্টুন ছবি দিয়ে নিরুদ্দেশ সংবাদ পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া বালি শহর জুড়ে। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা চলছে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভাজপা।