Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

অরণ্য সপ্তাহের সূচনা হলো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ প্রাঙ্গণে।

পূর্ব মেদিনীপুর জেলায় অরণ্য সপ্তাহের শুভ সূচনা হলো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ প্রাঙ্গণে। আজ রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমার পর  জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানকে বর্ণময় করতে সংগীত, নিত্য, আবৃত্তি প্রভৃতি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক সহ বন কর্মী ও পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয় দাস,মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা,ময়নার   বিডিও সমীর পাল, ময়না থানার ওসি সোমনাথ শীট, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করা হয়।

একইসঙ্গে নন্দীগ্রাম থানার উদ্যোগে ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ এর মাধ্যমে বনমহোৎসব সপ্তাহ  উদযাপন করা হলো। বৃক্ষরোপন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকগণ।

Related News

Also Read