Select Language

[gtranslate]
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ মঙ্গলবার ( ২০শে মে, ২০২৫ )

তমলুক হ্যামিল্টন হাই স্কুলের সমন্বয় মাধ্যমিকে দশম 

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্য তালিকায় দশম স্থান অধিকার করেছে।

তমলুক শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমন্বয়। পঞ্চম শ্রেণি থেকেই সে তমলুক হ্যামিল্টন হাই স্কুলে পড়াশোনা করছে। বাবা ও মা—দুজনেই পেশায় শিক্ষক। ছেলে সমন্বয়ের সাফল্যে উচ্ছ্বসিত তাঁরা।

 

সমন্বয় জানায়, তার এই সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা—সকলেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাফল্যের দিনে ছেলেকে মিষ্টিমুখ করান তাঁর বাবা-মা।

Related News

21:18