পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের প্রদিমা-২ পঞ্চায়েতের দহদয়া নিউ স্টার ক্লাবের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ও অন্নমহোৎসব হল। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থসকাল জানা, চন্দন জানা, শান্তনু কুন্ডু, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ উত্তম দাস, পঞ্চায়েত সদস্যা মঞ্জুরি দাস প্রমুখ। এই অনুষ্ঠানে এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ পাত পড়ে অন্ন ভোগ গ্রহণ করেন।

Post Views: 9