Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

ভাজাচাউলী গোবিন্দ বাজার টোটো ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনা সভা।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের  ভাজাচাউলী  গোবিন্দ বাজার টোটো ইউনিয়নের সদস্যদের নিয়ে বিশেষ  আলোচনা  সভায় হল বুধবার সকালে ।

এই বৈঠকে
উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ   কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি র ট্রেজারার  রাইকমল মন্ডল,  কাঁথি ৩ ব্লক আইএনটিটিইউসির সভাপতি  অশোক কুমার জানা প্রমুখ।

Related News

Also Read