কাঁথি ১ ব্লকের রাইপুর পশ্চিমবাড়ের কেশুরকুন্দা লাক্স লিলি ক্লাবের ব্যাবস্থাপনায় মা মনসা পুজা উপলক্ষে ১০ দিন ব্যাপি গ্রামীন মেলা চলছে।
মেলা উপোলক্ষ্যে অনুষ্ঠিত ৮ দলিয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা ” লাক্স লিলি ক্লাব ” অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করে,সেগুলি হল বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এবং মহাকাল একাদশ উড়িয়্যা।
টসে জিতে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং উড়িয়্যা মহাকাল একাদশ কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ৬ ওভারে মহাকাল ৬ উইকেট হারিয়ে ৬৫ রান করে প্রত্যুত্তরে বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান করে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে। চ্যাম্পিয়ন কে দল ট্রফি সহ নগদ ৬০ হাজার টাকা এবং রানার্স কে দল ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়।

খেলা চলাকালিন মাঠে উপস্থিত হয় কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা বলাগেড়িয়া সেন্ট্রাল ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, ভাইস চেয়ারম্যান পার্থ সারথি দাস, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, সমাজসেবী সৈয়দ শইদুল আলি, তপন পাহাড়ি।
খেলা গুলির আম্পায়ারিং করেন প্রসেনজিৎ দত্ত সুকোমল দাস রাজেশ বেয়ার, ধারাবিবরণী দেন রামশংকর দাস, রাজেশ দাস, সেক মুজিব। ক্লাবের সসম্পাদক তাপস গুচ্ছাইত এবং ক্রীড়া সম্পাদক উৎপল ঘোড়াই সবাইকে ধন্যবাদ জানান।
