Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। খেজুরী অশান্ত করতে হার্মাদদের নিজেদের দলে নিচ্ছে বিজেপিঃতন্ময় ঘোষ ।।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের বীরবন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে গোলাবাড়ি বুথ তৃণমূল কংগ্রেসের কর্মীসম্মেলন আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অরবিন্দ দাস।সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, খেজুরী-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান নায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, পটাশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ পন্ডা,ব্লক কর্মাধ্যক্ষ সেক জালাল উদ্দীন, বীরবন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক নওসেদ, গ্রাম প্রধান সন্তোষ চুয়ান, সেক মমরেজ আলি, দেবাশীষ পন্ডা প্রমুখ নেতৃবৃন্দ।



সম্মেলনে ৩৪ জনের বুথ কমিটি গঠিত হয়।সেই সাথে যুব, ছাত্র, মহিলা, শ্রমিক সহ বিভিন্ন শাখা সংগঠনের বুথ কমিটি গঠিত হয়।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের মা-মাটি- মানুষের রাজ্য সরকারের উপর অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে। রাজ্য সরকারের লক্ষাধিক কোটি টাকার ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার আটকে রেখে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পকে স্তব্ধ করতে চক্রান্তে লিপ্ত। একশ দিনের কাজের টাকা বন্ধ রেখে জনগণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যুদ্ধ ঘোষণা করেছে।

সিপিএমের হার্মাদদের বিজেপি পতাকাতলে জড়ো করে শান্ত খেজুরীকে আবার অশান্ত করতে চাইছে।বিজেপির বিভেদ, বিদ্বেষ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণ কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ।

বিজেপির জনবিরোধী নীতির ফলশ্রুতিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে বলে অভিমত প্রকাশ করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। জেলা জুড়ে বিজেপির সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা রোধে সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা সভাধিপতি উত্তম বারিক।

পরে কামারদা অঞ্চলের আশাভবন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে কলাগেছিয়া ও কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দের এক সাংগঠনিক সভা আয়োজিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অমিতাভ দাস, শঙ্কর পাত্র, চন্দন বাগ,সেক ইয়াসিন আলি, পরমেশ্বর মন্ডল, ব্লক কর্মাধ্যক্ষ সেক জালাল উদ্দীন, সেক নওসেদ প্রমুখ নেতৃবৃন্দ। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ ব্লক,অঞ্চল ও বুথ স্তরের সাংগঠনিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানান।

Related News

Also Read