রামনগর বিধানসভা কেন্দ্রে দলবিরোধী কাজকর্মের অভিযোগ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বারবারই উঠছে অসহযোগিতার অভিযোগ। এবার সেই অভিযোগের জেরেই ফের শোকজ করল দল। সূত্রের খবর, রামনগর-১ ব্লকে তিন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাকে শোকজ করেছে জেলা তৃণমূল কংগ্রেস।
দলের অন্দরের খবর, যেভাবে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে লাগাতার বিষোদগার করা হয়েছে, তাঁকে “বহিরাগত” ও “পরিযায়ী” বলে কটাক্ষ করা হয়েছে — তা মোটেই মেনে নিতে পারছে না জেলা নেতৃত্ব। দলের সিদ্ধান্ত ও নির্দেশের তোয়াক্কা না করে আলাদা ভাবে কাজ করা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈক্যের বাতাবরণ তৈরি করার অভিযোগ উঠেছে এই তিন নেতার বিরুদ্ধে।
শোকজ হওয়া তিনজন নেতা হলেন:
১) সুশান্ত পাত্র — প্রধান, পদিমা ২ গ্রাম পঞ্চায়েত, রামনগর-১ ব্লক।
২) তমালতরু দাসমহাপাত্র — জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ।
৩) কৌশিক বারিক — শিক্ষা কর্মাধ্যক্ষ, রামনগর-১ পঞ্চায়েত সমিতি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে ছিল। সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সেই কারণেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব।
এই ঘটনার পরে শোকজপত্রপ্রাপ্ত তিন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁরা ফোন বা অন্য কোনও মাধ্যমে প্রতিক্রিয়া দেননি। তাঁদের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ পণ্ডা বলেন,
> “ঘটনাটি সত্যি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত আমি কোনও চিঠি হাতে পাইনি। চিঠি এলে বিস্তারিত জানাতে পারব।”
স্থানীয় রাজনীতিতে এই শোকজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একাংশের মতে, বিধায়ক ও দলীয় নেতাদের মধ্যকার দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে, অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে দল।





