ব্লক প্রশাসনের নির্দেশে নাবালিকার বিয়ে আটকালো ভগবানপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে ভগবানপুর থানার ভগবানপুর গ্রাম থেকে এক নাবালিকা তার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। নাবালিকার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে নাবালিকার বিয়ে আটকাতে এক ব্যক্তি ভগবানপুর ১ ব্লকের বিডিওর কাছে ১ জুলাই অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বিডিও ভগবানপুর থানা কে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিডিওর নির্দেশ পেয়ে ভগবানপুর থানার পুলিশ তৎপর হয়।বুধবার ভগবানপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪ বছরের নাবালিকা কে উদ্ধার করে। যদিও প্রেমিক যুবককে ধরতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার উদ্ধার হওয়া নাবালিকাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার গোপন জবানবন্দী গ্রহণ করেন। জানা গেছে নাবালিকা মোবাইল ফোনের মাধ্যমে এক কিশোরের সঙ্গে প্রেম করে। তারপর বিয়ে করার উদ্দেশ্যে প্রেমিকের হাত ধরে নাবালিকা ঘর থেকে পালিয়ে যায়।পূর্ব মেদিনীপুর জেলায় পরিসংখ্যান অনুযায়ী নাবালিকার বিয়ে ব্যাপকহারে বুদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ সালে জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে প্রায় ৮ শতাধিক নাবালক ও নাবালিকার বিয়ে হয়েছে। যা জেলা প্রশাসনের নজর কেড়েছে। সেই কারণে জেলা প্রশাসন চোরে-চোরে বসেছে নাবালিকার বিয়ে বন্ধের জন্য।
