প্রদীপ কুমার সিংহ :- দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে দিদির দুত হয়ে রবিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শংকরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যান বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সম্পাদক জয়ন্ত ভদ্র,বারইপুর-পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস,বারইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস,সমাজসেবী সুশান্ত মন্ডল,শংকরপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু উপপ্রধান দীপক নস্কর সহ বহু তৃণমূল কর্মী।
এই কর্মসূচি আরম্ভ করেন রাজগড়া রক্ষা কালিতলা মন্দিরে শিবের মাথায় দুধ জল আরতি করে। মন্দিরে পুজো দিয়ে বেশ কিছু অঞ্চলে যান সেখানকার মানুষের সমস্যার কথা শোনেন।জানতে পারেন কিছু এলাকার ড্রেন ব্যবস্থা ভালো না, পানীয় জলের সমস্যা, রাস্তার অবস্থা কিছু জায়গা খারাপ।
বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষকে বলেছেন বাজেটে বেশ কিছু রাস্তা রিপেয়ারিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাস্তা হবে সেই সঙ্গে প্রতিটি মানুষের বাড়িতে পানীয় জল আসবে মাথাপিছু ৫৫ লিটার করে। ড্রেনের সমস্যা নিয়ে এলাকার প্রধানকে বলেছেন দেখার জন্য।
সেখান থেকে কেশবপুর চেতলা সঙ্গে যান একটি ক্রিকেট প্রতিযোগিতা চলছিল সেখানকার মানুষের কথা বলেন সেখানকার মহিলারা এলাকার বিধায়কের কাছে একটি শিশু উদ্যান করে দেওয়ার জন্য আবেদন করেন তিনি এই ব্যাপারটা পড়ে দেখবেন বলেছেন।
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকার বিধায়ক একটি স্কুল ও পঞ্চায়েত অফিসে যাবেন। সেই মোতাবেক নোর মাধ্যমিক শিক্ষা সদন একটি স্কুলে যান এবং সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন স্কুলের পরিস্থিতি সম্বন্ধে।
শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানকার পঞ্চায়েত সদস্য প্রধান উপাপ্রধানের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা কথা শোনেন ।