Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

সমুদ্র বাঁধের ভাঙ্গন রোধে লাগানো হচ্ছে কেয়া গাছ এবং লতানো কলমি ।


সমুদ্র বাঁধের ভাঙ্গন রোধে লাগানো হচ্ছে কেয়া গাছ এবং লতানো কলমিপ্রাকৃতিক ভাবে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় ভাঙ্গন রোধে উদ্যোগী হয়েছে প্রশাসন।সৈকত শহরের দীর্ঘ কয়েক দশকের সমস্যা বাঁধের ভাঙ্গন।বাম সরকারের আমল থেকে বর্তমানে তৃনমূল সরকার বারবার চেষ্টা করছে সমুদ্রের বাঁধের ভাঙ্গন রোধ করতে। কারন বাঁধের ভাঙ্গন না আটকাতে পারলে সমুদ্রের নোনা জল গ্রাস করবে পার্শ্ববর্তী গ্রাম গুলো।এবার সেই সমস্যা সমাধানে প্রাকৃতিক পদ্ধতি ব্যাবহার করছে স্থানীয় প্রশাসন

সমুদ্রের পাড়ে থাকা বালিয়াড়ির বাঁধের ভাঙ্গন রোধে কেয়া গাছ ও লতানো সামুদ্রিক কলমি গাছ লাগানো হচ্ছে বলে জানিয়েছেন এলাকার তিন জন জন প্রতিনিধি । নিতাই চরন সার,সুশান্ত পাত্র ও তমালতরু দাস মহাপাত্ররা জানিয়েছেন সমুদ্র পাড়ের ভাঙ্গন রোধে প্রাকৃতিক পদ্ধতি ব্যাবহার করা হচ্ছে। তাঁরা আশা প্রকাশ করেছেন সমগ্র সমুদ্র বাঁধ জুড়ে এই গাছ গুলো লাগানো হয়ে গেলে বালিয়াড়ির ভাঙ্গন অনেকটাই কমব

Related News

Also Read