শেরপুরে শীতলা মায়ের পূজা কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডে শীতলা মন্দিরে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পূজায় মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়।এই উপলক্ষ্যে খিচুড়ি প্রসাদ বিতরণের সূচনা করেন কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না।
মন্দির কমিটির পক্ষ থেকে কাঁথি পৌরসভার নব নিযুক্ত উপ পৌর প্রধানকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়। উত্তম পাত্র, গৌতম পাত্র, দীপঙ্কর মাইতি, বিজয় দাস,দয়াল মাইতি,রাজা দাস, অভিষেক মাইতি,চন্দন মাইতি,তন্ময় মাইতি ও অরিন্দম মাইতি সহ কমিটির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।

Post Views: 45





