মদ্যপ অবস্থায় মান্দারমনিতে স্নান করতে নেমে সলিল সমাধি এক পর্যটকের - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

মদ্যপ অবস্থায় মান্দারমনিতে স্নান করতে নেমে সলিল সমাধি এক পর্যটকের

মত্ত অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক।এর মধ্যে দুই জনকে উদ্ধার করলেও এক যুবকের এখনো কোন হদিস নেই । মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনিতে।

সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত থেকে তিনটি পরিবার মন্দারমণির একটি হোটেলে এসে ওঠে। মঙ্গলবার বেলার দিকে সমুদ্রে স্নানে যান ওই পরিবারের সদস্যেরা। অভিযোগ এই পর্যটকেরা মত্ত অবস্থায় স্নান করতে নেমেছিলেন। তাঁদের মধ্যে তিন জন গভীর সমুদ্রে চলে যান। সমুদ্র উত্তাল হওয়ায় টাল সামলাতে পারেননি ওই তিন পর্যটক। ফলে বিপদ ঘটে। এখনও পর্যন্ত ওই পর্যটকদের নাম এবং পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, উদ্ধারে নেমে তিন জনের মধ্যে দুই পর্যটককে জল থেকে অচৈতন্য অবস্থায় তুলে আনা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। চিকিৎসকেরা পরীক্ষা করে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক জন এখনও নিখোঁজ। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে মন্দারমণি কোস্টাল থানা সূত্রে জানানো হয়েছে।

প্রতক্ষ্যদর্শীদের দাবি অনেকে নিষেধ করলেও এই পর্যটকেরা কর্ণপাত করেনি । সমুদ্র উত্তাল হওয়ায় কিছু ক্ষণ পরেই স্নানরত তিন পর্যটককে ডুবে যেতে দেখেন স্থানীয়েরা। তাঁদের চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ এবং নুলিয়ারা স্পিডবোট নিয়ে উদ্ধার কাজে নামেন।

Related News

20:24