প্রখ্যাত সেতার বাদক সন্দীপ নিয়োগী-র উদ্যোগে আগামী শনিবার উত্তরপাড়া গণভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনের কথক নৃত্য উৎসব “নৈবেদ্য”-র দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মোট ১০৮ জন কথক নৃত্যশিল্পী তাঁদের পরিবেশনা পেশ করবেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণসমূহঃ
একক নৃত্য: বিদূষী মধুমিতা রায়, সন্দীপ মল্লিক, অলোকাপর্ণা গুহ
যুগল নৃত্য: সুস্মিতা চ্যাটার্জী ও ডঃ দেবসমিতা মুখার্জি, সঙ্গীতা চাকী ও সাহেলি বোস, দেবাংশু মণ্ডল ও এমিলি ঘোষ
সমবেত নৃত্য: ডঃ মালোবিকা মিত্রা ও তাঁর দল
“নৈবেদ্য” ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যকে উদযাপন করার এক অনন্য সাংস্কৃতিক উপস্থাপনা, যার লক্ষ্য শিল্প ও সংস্কৃতিকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
Post Views: 36





