Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

ছাত্রী নিগ্রহের অভিযোগে উত্তেজনা:দোষী শিক্ষকের শাস্তির দাবি

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামিট্যা হাই স্কুলে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করতেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত এক ছাত্রী সাহস করে ঘটনার কথা জানালে ক্ষোভে ফেটে পড়ে স্কুল চত্বর। মুহূর্তের মধ্যেই বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুলে ভিড় জমায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তমলুক থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। বিক্ষোভকারীদের দাবী — “যে শিক্ষক ছাত্রীদের মর্যাদাহানি করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে যেন অবিলম্বে বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া হয়।”

 

অভিভাবকদের অভিযোগে স্থানীয় শিক্ষা দপ্তরকেও অবগত করা হয়েছে। স্কুল প্রাঙ্গণে বিক্ষোভের জেরে পরিস্থিতি এখনও থমথমে। পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

অনেকে বলছেন, “শিক্ষার মন্দিরে এমন লজ্জাজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এই ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর দাবি উঠেছে — “ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে কঠোর নজরদারি চালু হোক।”

Related News

Also Read