বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে।ওই গ্রামের বাসিন্দা হিমাংশু বেজ(৬২) সোমবার রাত্রিতে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করছিল। সেই সময় বিদ্যুতের তার গোছাতে গিয়ে কোথাও লিক ছিল। অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়ও পরিবারে।

Post Views: 28