প্রদীপ কুমার সিংহ :- দুদিনের কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যাদবপুর লোকসভা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন। বুধবার ছিল প্রথম দিন এই দিন সকালে তিনি রাজপুর সোনারপুর পৌরসভার এলাকায় হরিনাভি এক কমপ্লেক্সে সাংবাদিক বৈঠক করেন।
সেখান থেকে তিনি সোনারপুর থানার অন্তর্গত প্রসাদপুর এলাকায় যান, বিকেলে একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সন্ধ্যাবেলায় সোনারপুর থানার অন্তর্গত রাজপুর বিপদতারিনী চন্ডী মন্দিরে যান।
রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে সোনারপুরে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে সমস্ত চাকরি প্রার্থী আন্দোলন করছে তাদের বিষয়ও তিনি জানিয়েছেন বলে জানান।
তার অভিযোগ একটা সময় বাংলা সবদিক থেকে দেশের মধ্যে সবার আগে ছিল। সেই বাংলায় এখন গনতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। কর্মসংস্থান থেকে আরম্ভ করে মানুষের মৌলিক চাহিদা ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের চাহিদা মেটানো হচ্ছেনা। এখানে দুর্নীতি প্রমানিত। তদন্তের পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর পাশাপাশি তিনি বলেন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী উন্নত ভারত তৈরি করার যে বার্তা দিয়েছেন আশাকরি সমাজের সর্বস্তরের বাসিন্দারা তাকে স্বাগত জানাবেন। এই রাজ্যকে সোনার বাংলা তৈরি করতে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করার বার্তা দলীয় কর্মীদের দিয়েছেন তিনি। পশ্চিমবাংলায় এখন যা তৃণমূল সরকার অরাজকতার সৃষ্টি করেছে সেখানে প্রত্যেকটি বিজেপি কর্মীর উচিত মানুষের পাশে দাঁড়ানোর।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধান দক্ষিণ ২৪ পরগনা বিজেপির পূর্ব জেলা কার্যালয় বারুইপুরে দুপুর বারোটায় একটি সাংবাদিক বৈঠক করবেন। তারপর তিনি বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় একজন দলিত মানুষের বাড়িতে দুপুরের খাবার খাবেন এবং বিকালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তিনি এক আলোচনা সভায় যোগ দেবেন।