Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। হাওড়ার সমবায় নির্বাচনে বামেদের বিশাল জয় ।।

হাওড়ার সাঁকরাইলের শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে প্রার্থীই দিতে পারলো না শাসক দল ! নির্বাচনে ৬৪টি আসনের সব ক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন বাম প্রগতিশীল প্রার্থীরা। 

নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয় ১ অগস্ট। মনোনয়নপত্র বিলি হয় ৩-৫ অগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল ৮ এবং ১০ অগস্ট। ভোট হওয়ার কথা ছিল ৪ সেপ্টেম্বর। শুধুমাত্র বাম প্রগতিশীল প্রার্থীরাই সব আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাই তাঁদেরই প্রতিনিধি-সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।সমবায়টির মোট সদস্যসংখ্যা ১৫৯৯। নিয়ম অনুযায়ী ৬৪ জন প্রতিনিধি সদস্য হন।

জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ দাবি করেছেন সাধারন মানুষ তৃনমূল থেকে মুখ ফিরিয়েছে।তৃণমূল সরকার প্রশাসক বসিয়ে ক্ষমতা দখল করে রেখেছিলো।কিন্তু আদালতের নির্দেশে নির্বাচন করতে বাধ্য হয় ।

২০১৫ সালের ৪ অক্টোবর এই সমবায়ে শেষবার নির্বাচন হয়েছিল। তখনও জিতেছিল বামেরাই। পাঁচ বছর অন্তর ভোট হওয়ার কথা। কিন্তু সমবায়টির পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করেছিল। 

Related News