কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের নিয়ে গঠিত “প্রাক্তনী সংসদ” এর শনিবার বিকেলে নতুন কার্যালয় উদ্বোধন হল। ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন প্রাক্তনী সংসদের সহসভাপতি অশোক শুর। এছাড়াও উপস্থিত ছিলেন গৌতম কর, রমনী কান্ত পাত্র, শুকদেব জানা সহ প্রাক্তনী সংসদের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা। উদ্বোধনের পর, নতুন কার্যালয়ে প্রাক্তনী সংসদের পঞ্চম বার্ষিকী সাধারণ সভার তৃতীয় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভার শেষে প্রাক্তনী সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার গিরি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী ২০-শে এপ্রিল রবিবার অনুষ্ঠিত হতে চলা পঞ্চম বার্ষিকী সাধারণ সভার কথা ঘোষণা করেন।

Post Views: 14