কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তনী সংসদের সাধারণ সভার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে স্কুলের স্টাফরুমে। অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক শুরের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কর, কমিটির কোষাধ্যক্ষ শুকদেব জানা, রমনী কান্ত পাত্র, ডঃ চন্দন মান্না, আনন্দময় দাস, কৃষ্ণেন্দু খামারী সহ কমিটির অন্যান্য সদস্যরা।
প্রাক্তনী সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার গিরি জানিয়েছেন, ২১-শে জানুয়ারী আয়োজিত এই সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডঃ বুদ্ধদেব সাউ। উল্লেখ্য, দেশ বিদেশের বহু প্রতিষ্ঠিত ছাত্র এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য সারাবছর উদগ্রীব থাকেন।


Post Views: 21