পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ৯ জন ও আশ্রম পরিচালিত “স্নেহা ছায়া ” শিশু আবাসের ৬ জন আবাসিক এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে ৪ জন ছেলে, ১১ জন মেয়ে।
ছেলেদের মধ্যে নিলয় বর্মন, পল্লব মন্ডল, সানি গিরি, রাজীব খাটুয়া ও মেয়েদের মধ্যে সূচনা প্রধান, শিউলি আদক, অঙ্কিতা বাগ, লক্ষ্মী সবর,সুস্মিতা বারিক আশ্রম হইতে পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে অনেকের বাবা – মা নেই ।আবার কারুর বাবা আছে,মা নেই আবার কারোর মা আছে তো বাবা নেই। ছোটবেলা থেকে আশ্রমের পরিবেশে বড় হয়ে উঠেছে।ইচ্ছা ও চেষ্টা থাকলে বাবা-মায়ের অভাব দূরে সরিয়ে রেখে ও যে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ এই নয় জন ছেলেমেয়ে । তাদের বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বলরাম করন।
তিনি বলেছেন আবাসিক ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আবাসিক পরীক্ষার্থীরা ও জানিয়েছে ভালো রেজাল্ট করে আগামী দিনে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের সেবায় নিজেদের নিয়ে আসবে।






